নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: শুক্রবার ১০,অক্টোবর :: বীরভূমের চিনপাই গ্রামের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন, তাঁর স্বামী এবং আরও কয়েকজন।স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রনাথ সিনহার বোন তাঁর ভগ্নিপতি ও চার-পাঁচজনকে নিয়ে একটি সুইফট গাড়িতে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি মারুতি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই উল্টে যায়।
দুর্ঘটনার পর সদাইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।