নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: শনিবার ১৭,জুন :: মনোনয়ন পত্র দাখিল শেষ হতেই ফের জেলা তৃণমূলে দেখা যায় ভাঙন। সপ্তাহ কয়েক পরেই অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাখিল করা হয় মনোনয়ন পত্র।এবার ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র এলাকায় তৃনমূল কংগ্রেসের ভাঙনে এলাকায় শুরু হয়েছে জোর জল্পনা ।
আজ সকালে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বুথ সভাপতি বিকাশ পত্রধর । তিনি ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়ের ছায়া সঙ্গী ছিলেন । তিনি ও তার সাথে এলাকার আরও প্রায় ৩০০ কর্মী সমর্থক নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন । বিকাশ পত্রধরের হাতে পতাকা তুলে দেন বিজেপির রাজ্য কমিটির সদস্য অর্জুন সাহা।
পাশপাশি উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সহ অনান্য বিজেপির কর্মকর্তাগণ । বিধায়কের দলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বিজেপিতে যোগদান বলে জানিয়েছেন বিকাশ। অন্যদিকে শাসকদলে ভাঙনে বিজেপিতে যোগ নির্বাচনে বাড়তি অক্সিজেন জোগাবে বিজেপিকে বলে মনে করছে রাজনৈতিক মহল।