নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নানুর :: শুক্রবার ০২,জানুয়ারী :: সকাল থেকে নানুর বাসা পাড়ায় একটি পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় হাজার হাজার মানুষ পা মিলিয়ে ছিলেন। পদযাত্রা পর তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। এরপর মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই সকলকে উত্তরীয় পুষ্পস্তবক ও মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও মূল মঞ্চে কাজল শেখকে বিশেষভাবে বরণ করেন কর্মীরা তাকে রুপোর ২.৫ কিলো ওজনে তরোবারি দিয়ে সম্বোধন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের সংসদ অসিত মাল ,নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য , বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী আব্দুল হানিফ সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ। এই মিলন মেলায় সাত দিন বিভিন্ন ধরনের সংস্কৃতি অনুষ্ঠান চলবে।

