বীরভূম জেলার ইলামবাজার নিউ ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুলে শিশু সংসদ গঠনে অভিনব প্রয়াস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: শিশু সংসদ নির্বাচনের ক্ষেত্রে এক অভিনব উদ্যোগ গ্রহন করল ইলামবাজা নিউ ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল।একেবারে নিখুঁত ভাবে নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে প্রার্থীদের মনোনয়নপত্র পেশ, নির্বাচনী প্রচার কার্য, ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় ।

ভোটের দিন ভোট কক্ষ সাজানো, মক পোল,প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসারদের বসার যথাযথ ব্যবস্থা, ভোটগ্রহণ পর্ব শেষ হলে ব্যালট বক্স স্ট্রংরুম এ রাখা – এই সমস্ত কাজ নিখুঁতভাবে সম্পন্ন হয় ।

কাউন্টিং রুমে ছাত্র-ছাত্রীরা সক্রিয়ভাবে গণনা কাজ সুসম্পন্ন করার পর নির্বাচনী ফল প্রকাশ ও জয়ী ছাত্র-ছাত্রীদের শপথ গ্রহণ এর পর প্রথম শিশু সংসদের মিটিং অনুষ্ঠিত হয়।ছাত্র-ছাত্রী ভোটাররা খুব উৎসাহের সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপগোপাল মুখার্জি জানান -ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক চেতনার প্রসার ঘটাতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেবার জন্য আজ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ ইলামবাজারের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহ:ম্মদ জসীমউদ্দীন সহ অন্যান্যরা।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়।প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি মত পরিবেশমন্ত্রী নবমশ্রেণীর বাউল ইসলাম বিদ্যালয়ে আরো গাছ লাগানোর কথা এবং জল সংরক্ষণের বিষয়টি তুলে ধরে। স্বাস্থ্যমন্ত্রী নবমশ্রেণীর সেলিনা মন্ডল ছাত্র ছাত্রীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধের জন্য বিশেষ প্রচারের পরিকল্পনার কথা জানায়।

খাদ্যমন্ত্রী সপ্তমশ্রেণীর রুবিনা কিসকু মধ্যাহ্নকালীন ভোজনের পুষ্টির ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার কথা বলে। এছাড়া শিক্ষামন্ত্রী ষষ্ঠশ্রেণীর পুষ্পিতা বাঁশরী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক মন্ত্রী ষষ্ঠশ্রেণীর মুসাফির আহমেদ বিদ্যালয়ের পড়াশুনা ও খেলাধুলা নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করে।নির্মল বিদ্যালয় সপ্তাহ পালনের অন্যতম কর্মসূচি হিসেবে শিশু সংসদ গঠন ও তাদের কার্যাবলী অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =