নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বুধবার ২২,অক্টোবর :: বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত ঐতিহ্যবাহী মলুটি গ্রাম, রামপুরহাট থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। এই গ্রামেই অধিষ্ঠিত আছেন মা মৌলীক্ষা, যিনি এক সিদ্ধপীঠের দেবী হিসেবে পূজিত হন।
এই সিদ্ধপীঠে বিশেষভাবে শ্যামা পুজোর প্রচলন রয়েছে। কালীপুজোর দিন মা মৌলীক্ষাকে কালী রূপে পূজা করা হয়। সারাদিন ধরে চলে মায়ের পূজা-অর্চনা, দুপুরে হয় ভোগ নিবেদন এবং সন্ধ্যায় মহা আরতি।
সন্ধ্যাবেলায় মলুটি গ্রামের মৌলীক্ষা মন্দিরের বাইরে মাঠে অনুষ্ঠিত হয় বিশাল আতশবাজির উৎসব। দুই রাজ্য বীরভূম ও ঝাড়খণ্ড থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়ে উপভোগ করেন এই আধ্যাত্মিক উৎসব । কথিত আছে, এখানেই নাকি সিদ্ধিলাভ করেছিলেন খ্যাতনামা সাধক বামাক্ষ্যাপা।