নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বৃহস্পতিবার ২৭,ফেব্রুয়ারি :: শিউলিয়া ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো শিউলিয়া ক্রিকেট গ্রাউন্ডে। বুধবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত শিউলিয়া ক্রিকেট মাঠে দুপুর ১:৩০ নাগাদ হাতে ব্যাট নিয়ে
এই খেলার শুভ সূচনা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এদিন অতিথিবর্গদের বরণ পর্ব সারার পর শিউলিয়া ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে সভাধিপতির হাতে তুলে দেওয়া হল একটি ব্যাট আর সেই ব্যাট নিয়েই ক্রিকেট ময়দানে নেমে ক্রিকেট খেলে ক্রিকেট খেলার শুভ সূচনা করলেন সভাধিপতি।