বীর বিপ্লবী বাঘাযতীন এর জন্ম দিবসে সংবাদ প্রবাহের শ্রদ্ধাঞ্জলি

সুদেষ্ণা মন্ডল ও সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: নিউজ ব্যুরো  :: বৃহস্পতিবার ৭,ডিসেম্বর :: আজ বীর বিপ্লবী বাঘা যতীনের জন্ম দিবস।যিনি তৎকালীন  ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিলেন। ইংরেজরা তাকে দেখে রীতিমতো কাঁপতো।বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালীর কয়ায় ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। খুব ছোটবেলায় তিনি বাবা উমেশচন্দ্র মুখোপাধ্যায়কে হারান।
বিধবা মা, স্বভাবকবি ও নিবেদিত সমাজসেবিকা শরৎশশী দেবীর আদরযত্নে বড় হতে হন যতীন। ছোটবেলা থেকেই বাঘা যতীনকে সাহসী করে তোলার পেছনে ছিলেন তার মা শরৎশশী। ভোজালি দিয়ে বাঘ মারার  ঘটনার পর থেকেই  তিনি “বাঘা যতীন” নামে পরিচিতি পান। সেই সময় তাঁর স্পষ্টবাদী আহ্বান “আমরা মরব, জগৎ জাগবে”।
চার্লস টেগার্ট বলেছিলেন “বাঘা যতীন যদি একজন ইংরেজ হতেন তবে তার মূর্তিটি সেন্ট্রাল লন্ডনের ট্রাফলগার স্কয়ারে নেলসনের কলামের পাশে তৈরি করা হতো।” তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের কাছে রীতিমত ত্রাস ছিলেন বাঘা যতীন। নাড়িয়ে দিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্য কে। দেশের জন্য তাঁর আত্ম বলিদান এর গাথা ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + sixteen =