নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: শুক্রবার ১৯,ডিসেম্বর :: বুটিক রূপকথা আয়োজিত রূপকথা কার্নিভালের হস্তশিল্প মেলা ও খাদ্য মেলার সূচনা হলো শুক্রবার। এদিন বিকেলে হলদিবাড়ি পুরনো হাসপাতাল মাঠে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে এই কার্নিভালের সূচনা করা হয়। এবছর মোট স্টল রয়েছে ২৯টি।
তার মধ্যে রয়েছে বিভিন্ন রকম রকমারি খাবারের দোকান সহ হাতে বানানো আধুনিক পোশাক, শাড়ি, ব্লাউজ,বিভিন্ন রকম জুয়েলারি এবং গিফটের দোকান। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা।
১৯শে ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে. সেই সাথে এই তিনদিন ব্যাপী নানা রকম প্রতিযোগিতা সহ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

