নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বুদ্বুদ :: শুক্রবার ২১,মার্চ :: বুদবুদের দেবশালা গ্রাম সংলগ্ন জঙ্গলে ভয়াবহ আগুন। চলছে গ্রীষ্মকাল। এই মুহূর্তে জঙ্গলের অধিকাংশ গাছের পাতা ঝরে পড়েছে। দেবশালা গ্রাম সংলগ্ন এলাকায় রয়েছে ঘন জঙ্গল। সেই জঙ্গলে শুকনো পাতায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়।
জঙ্গল জুড়ে শুকনো গাছের পাতা জমে থাকার কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। কয়েকশো মিটার জুড়ে জ্বলতে থাকে আগুন। আগুনের হাত থেকে জঙ্গলকে বাঁচাতে বনদপ্তর এর পক্ষ থেকে নানান কর্মসূচি ও সচেতনতামূলক শিবির করা হলেও হুশ ফিরছে না একশ্রেণীর অসাধু ব্যক্তিদের। যারা এই ধরনের আগুন লাগার কাজ করে চলেছে নিত্যদিন।
এই জঙ্গলে বিভিন্ন প্রজাতির পাখি থেকে শুরু করে রয়েছে ময়ূর এবং বিভিন্ন জীবজন্তু। জঙ্গলে আগুন লাগার কারণে সেই সমস্ত পশু পাখি দের মৃত্যু হতে পারে। অন্যদিকে জঙ্গলে আগুন লাগার ফলে আগুনে পুড়ে ক্ষতিহচ্ছে বনসম্পদের। এলাকার বাসিন্দারা আগুন দেখতে পেয়ে বন দপ্তরকে খবর দেয়। যদিও পরে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।