নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৭, জুলাই :: রাষ্ট্রীয় বৌদ্ধ মহাসভার উদ্যোগে এক দিবসীয় জনসভার আয়োজন মালদা শহরে। বুদ্ধগয়া মহাবোধী মহাবিহার মুক্ত করতে ও বি টি অ্যাক্ট ১৯৪৯ বাতিল করার দাবি নিয়ে জনসভার আয়োজন করা হয়।
মালদা কলেজ অডিটোরিয়াম এর সানাউল্লাহ মঞ্চে জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, রাষ্ট্রীয় বৌদ্ধ মহাসভার সভাপতি রাজারমন আনন্দ, মুখ্য বক্তা অল ইন্ডিয়া বুদ্ধিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আকাশ লামা, বিশিষ্ট অতিথি জীবন কুমার সরকার, বাবুজি জগদীশ প্রসাদ, ডেভিড দাশ, রামপ্রসাদ বৈধ্ব, স্বস্তি সর্দার বুদ্ধ, রমেন রবিদাস সহ অন্যান্য অতিথিরা।
সভার শুরুতেই ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এরপর শুরু হয় সভা। বুদ্ধগয়া মহাবোধী মহাবিহার মুক্ত করতে ও বি টি অ্যাক্ট ১৯৪৯ বাতিল করার দাবিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।