নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিঘা :: বুধবার ৩০,এপ্রিল :: বুধবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ ধাম। মঙ্গলবার সম্পন্ন হয় মহাযজ্ঞ। সকাল ৯টা থেকে শুরু হয় যজ্ঞ।
মহাযজ্ঞে দুপুরে যোগ দিয়ে পূর্ণাহুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কাঁসর ঘণ্টা, শঙ্খ বাজিয়ে ও বিভিন্ন উপাচারে মহাকুণ্ডে আরতি করেন মমতা। একই সঙ্গে দিঘার মন্দির থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর।
এদিন পূর্ণাহুতির পর মমতা বলেন, “ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হয়েছে দিঘার জগন্নাথ ধাম। এটা বাংলার জন্য তো বটেই তথা গোটা দেশের গর্ব। আমরা সকলে গর্বিত। এত সুন্দর স্থাপত্যের কাজ হয়েছে। সমস্ত ধর্মের লোকেরা এসেছেন। সবার নাম বলতে না পারলে ক্ষমা চেয়ে নেব।প্রত্যেকেই আমাদের অতিথি। যতটা সম্ভব হৃদয় দিয়ে চেষ্টা করেছি।” এরপরই মমতা বলেন, “ধর্ম তো কখনও মুখে প্রচার করে হয় না, ধর্ম হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যাওয়া। মানুষের আস্থা ও ভরসা, বিশ্বাস ও ভালোবাসা।”
মা-মাটি-মানুষ গোত্রে পুজো দিয়েছেন মমতা। নিজেই জানান মুখ্যমন্ত্রী। বলেন, “পূর্ণাহুতির সময় পুরোহিতরা গোত্র জিজ্ঞেস করছিলেন। আমার গোত্রে আমি পুজো করি না। মা মাটি মানুষ গোত্রে পুজো করি। মা মাটি মানুষ ভালো থাকলেই সকলের ভালো। তাই সবার হয়ে অর্পণ করা হল।”
তবে এবার কি পুরীর পর্যটকদের ভিড় টানবে দিঘা? প্রশ্নে মমতা বলেন, “ধর্মের অধিকার কারও একার নেই। সবার সব জায়গায় যাওয়ার অধিকার রয়েছে।”বুধবার হবে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন। অনুষ্ঠান সূচি জানিয়ে মমতা বলেন, “কালকে বেলা আড়াইটে থেকে অনুষ্ঠান শুরু হবে। তিনটেয় দ্বারোদ্ঘাটন হবে। তারপর সাধারণ মানুষের জন্য মন্দির খুলে দেওয়া হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।
ডোনা গাঙ্গুলি, অদিতি মুন্সি, নচিকেতা এসেছে। জিৎ গাঙ্গুলি , রচনা, দেব, জুন, সায়ন্তিকা, দেবলীনা-সহ আরও অনেকে এসেছে।
প্রসঙ্গত, দিঘার সৈকত সরণির ধারে ২০ একর জায়গায় রাজ্য সরকারের তরফে ২৫০ কোটি টাকা খরচ করে বানানো হয়েছে জগন্নাথ ধাম। অবশেষে ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন তা মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল। বুধবারই জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহে হবে প্রাণ প্রতিষ্ঠা।