নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বৃহস্পতিবার ২১,ডিসেম্বর :: বুধবার গভীর রাতে মাথাভাঙ্গা দুই ব্লকের ঘোকসাডাঙ্গা ছোটো শিমুলগুরি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের।দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।একজন ঘটনাস্থলেই মৃত্যু হয়।গুরুতর জখম অপরজনকে ঘোকসা ডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে জানায়।

পরিবার সূত্রে খবর, এদিন লতাপাতা গ্রামের কুশিয়ারবাড়িতে রাসমেলা থেকে বাইকে করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দারা বা পুলিশ, কেউই কিভাবে দুর্ঘটনা হয়েছে সেই বিষয়ে কিছু জানায়নি, ঘোকসাডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়, সঙ্গে মৃত যুকবকের বাইক থানাতে নিয়ে আসে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।