বুধবার দুপুরে দ্বিতীয় দফায় ইসরোর টিম যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বুধবার ৬,সেপ্টেম্বর :: বুধবার দুপুরে দ্বিতীয় দফায় ইসরো-র টিম যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে। ইসরো-র দুই বিজ্ঞানীদের নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ, সহ উপাচার্য ও অধ্যাপকরা পরিদর্শন করলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গেট রয়েছে সেই সমস্ত গেট থেকে শুরু করে, women’s hostel, Dean of students, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নিউ বয়েজ হোস্টেল অর্থাৎ যেখানে বিশ্ববিদ্যালয় এর প্রথম বর্ষে ছাত্রদের এই মুহূর্তে রাখা হয়েছে সেই জায়গা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এর প্রায় সম্পূর্ণ ক্যাম্পাস পরিদর্শন করলেন তারা।

সিসিটিভি থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি যদি এখানে ব্যবহার করা হয় তাহলে কোন জায়গায় ব্যবহার করলে সব থেকে ভালো হবে। সিসিটিভি ক্যামেরা কোথায় বসলে নিরাপত্তা সবথেকে জোরদার করা যাবে সমস্ত বিষয়টা পরিদর্শন করছেন তারা। হাতে রয়েছে ডাইরি সমস্ত কিছু নোট্ করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − three =