বুধবার বাড়িতে এসে এক ব্যক্তিকে গুলি চালিয়ে পালিয়ে গেল দুই দুষ্কৃতী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১৩,সেপ্টেম্বর :: বুধবার বাড়িতে এসে এক ব্যক্তিকে গুলি চালিয়ে পালিয়ে গেল দুই দুষ্কৃতী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খন্ডঘোষ থানার কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়িন গ্রামে।

অভিজিৎ রায় নামে ওই যুবকের কাঁধে গুলি লেগেছে বলে জানা গেছে। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে গ্রামে গুলির আওয়াজ পেয়ে হতভম্ভ গ্রামের মানুষ। ঘটনার তদন্তে নেমেছে খণ্ডঘোষ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মাধবডিহি এলাকার বাসিন্দা বিকি শেখ নামে এক ব্যক্তির কাছে দেড় লক্ষ টাকা গাড়ি কেনাবেচার ব্যাপারে ধার নিয়েছিল আড়িন গ্রামের অভিজিৎ। এদিন সকালে সেই টাকা ফেরত নিতে মোটর সাইকেলে বিকি শেখ ও আরেকজন অভিজিতের বাড়িতে আসে।

সেখানেই প্রথমে দু পক্ষের মধ্যে বচসা থেকে গুলি চালিয়ে দেয় বিকি শেখ। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।এই বিষয়ে গুলিবিদ্ধ অভিজিৎ রায়ের বাবা সুকান্ত রায় জানান আমিতো বাড়ি ছিলাম না আমার ছেলে পুরাতন গাড়ি কেনা বেচা করে ।

একজন গাড়ি নেবো বলে এডভ‍্যান্স করেছিলো দেড়লাখ টাকা।সেই দেড়লাখ টাকা গাড়ি বালাকে দিয়ে দিয়েছে ,বাকি টাকাতো ফাইনান্স করতে হয়,সেজন‍্য ফাইনান্সটা হচ্ছিলোনা ওই ভদ্রলোকের ঠিকানাটা আমাদের এখানকার নয় ।

আমি বাড়িতে থাকিনা । আজকে এসেছিলো ছেলে শুয়ে রয়েছে,তখন আমার ছেলের কাছে এসে বলছে আমার মা নাসিংহোমে ভর্তি আছে টাকা দাও,তখন আমার ছেলে বলেছে আমার কাছেতো ঘরে টাকা নেই এখন তুমি যাও আমি কিছু টাকা ফোন পে করে দিচ্ছি যথারিতি সে চলে যায় আবার ফের ঘুরে এসে গুলি করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − three =