কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ১৭,মে :: বুধবার রতুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।রতুয়া-১ ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর গ্রামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।এই অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ থেকে ছয়টি দিনমজুরের বাড়ি পুড়ে গেছে বলে জানাগেছে।প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।
গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনা সম্পর্কে জানা গেছে মহাদেবপুর এলাকায় কালাম খান নামের এক ব্যক্তির বাড়ির সামনে মজুদ রাখা প্লাস্টিকের ঝুড়িতে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরবর্তীতে অগ্নিকান্ড রুখতে সেই ঝুড়ি গুলি সেখান থেকে ছুঁড়ে অন্যত্র ফেলা হয় এবং সেখান থেকেই এই অগ্নিকান্ডটি অন্য বাড়িতে ছড়িয়ে পড়ে বলে দাবী।
প্রায় পাঁচ থেকে ছয়টি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ড রুখতে হাত লাগান এলাকাবাসিরা এবং প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।দেড় ঘন্টা পর চাঁচল থেকে একটি দমকলের একটি ইঞ্জিন ঘটনা স্থলে পৌঁছায়। দমকলের গাড়ি দেরিতে আসার কারণে বেশ কিছুক্ষণ বিক্ষোভও করেন এলাকাবাসীরা।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি রতুয়ায় স্থায়ী দমকল কেন্দ্র থাকলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি এতটা ভয়াবহ হয়ত হত না।রতুয়ায় স্থায়ী দমকল কেন্দ্র গড়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে এখনো আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রতুয়া পঞ্চায়েত সমিতির সদস্য শুভম সরকার।