নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বুধবার ২২জানুয়ারি :: বইছে শীতল হাওয়া,বুধবার সকাল থেকে ঘন কুয়াশায় চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। শীতের দাপট অব্যাহত জেলা জুড়েই। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। গতকাল জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রী।
বেলা বাড়লেও রোদের দেখা নেই সেভাবে।এবছর ডিসেম্বর থেকে শীত পড়লেও শীতের প্রভাব ছিল অনেকটাই কম। রাতের দিকে শীতের প্রভাব থাকলেও দিনে বসন্ত কালের চড়া রোদের দৌরাত্ম্যে ফিকে পড়েছিল শীতে। বুধবার সকালে আচমকাই কুয়াশার সাদা চাদর লক্ষ্য করা যায় জেলা জুড়ে।
প্রাতঃভ্রমনকারীদের কুয়াশার জেরে শহরের বিভিন্ন রাস্তায় সর্তকতা অবলম্বন করতে দেখা যায়।কুয়াশার দৌরাত্ম্যে ট্রাফিকের সিগন্যালের দৃশ্যমানতা অনেকটাই কম ছিল।দৃশ্যমানতার কথা মাথায় রেখে ইতিমধ্যেই জেলা ট্রাফিকের পক্ষ থেকে যানবাহনের চালকদের সর্তক করা হয়েছে।
সেই সঙ্গে আরো কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।এদিন দৃশ্যমানতা কম থাকার পাশাপাশি শৈত্যপ্রবাহের জেরে শীতের উপলব্ধি শুরু করে।অনেকের মতে, শীত পড়ল এবার অনেক দেরিতে।