বুধবার সকাল ১০ টা নাগাদ ডুয়ার্সের মাদারিহাট ব্লকে পাহাড়ি নদীতে হড়পাবানে ভেসে গেল একটি যাত্রী বোঝাই বাস।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাদারিহাট :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: বুধবার সকাল ১০ টা নাগাদ ডুয়ার্সের মাদারিহাট ব্লকে পাহাড়ি নদীতে হড়পাবানে ভেসে গেল একটি যাত্রী বোঝাই বাস।

এদিন সকালে টোটোপাড়া থেকে রওনা হওয়া ওই জনপদের একমাত্র চলাচলকারী বেসরকারি যাত্রীবাহি বাসটি পাহাড়ি নদীর হড়পাবানের কবলে পড়ে। ।এই অঞ্চলে বেশ কয়েকটি পাহাড়ি ঝোরা পার করে যাত্রী বোঝাই বাসটি বাঙরি নদী পার করার সময় আচমকাই হড়পাবানে দূর্ঘটনার মধ্যে পড়ে। এক সময় বাসটি প্রায় ভেসে যাওয়ার উপক্রম হলে বাস যাত্রীরা আতঙ্কে কান্নাকাটি জুড়ে দেন।

জলের তোড় এতটাই বেশি যে এখনও উদ্ধার কাজে হাত লাগাতে পারেনি বিপর্যয় মোকাবেলা দপ্তরের জওয়ান ও পুলিশ বাহিনী।

যদিও জীবনের ঝুঁকি নিয়ে কিছু যাত্রী বাস থেকে বাইরে আসতে পেরেছেন। বাকিরা বাসের ভেতরেই আটকে রয়েছেন। জলের স্রোতে খানিকটা ভাটা আসলেই আটক বাস যাত্রীদের উদ্ধার পর্ব শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + sixteen =