নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ২৮,মে :: বুধবার সাত সকালে স্বামী-স্ত্রীর জোড়া খুন ,দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমারি থানার এক নম্বর ব্লকের কাশিয়ারা মোর কাজিপাড়া এলাকায়। স্থানীয়দের দাবি খুন করা হয়েছে।
কে বা কারা খুন করেছে তা তদন্ত করছে মেমারি থানা ও জেলা পুলিশ। মৃত স্বামী ও স্ত্রীর নাম মোস্তাফিজুর রহমান বয়স আনুমানিক ৬৫ এবং মমতাজ পারভীন বয়স আনুমানিক ৫৫ । সূত্র মারফত আরো জানা যায় স্ত্রী মমতাজ পারভিন স্বামী এবং সন্তানকে নিয়ে বেশ কিছুদিন আগেই মেমারিতে তার বাপের বাড়িতে যায়, তারা থাকতেন বর্ধমান শহরের লস্কর দিকে এলাকায়।স্থানীয় মানুষজন ঘুম থেকে উঠে দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে আছে স্বামী এবং স্ত্রী। ঘরের মধ্যে থেকে টেনে হিচড়ে বার করা হয়েছে এমনটাই মনে করছেন তারা। কারণ ঘর থেকে রাস্তা অব্দি গোটা এলাকা রক্তের দাগ রয়েছে।
তাদের বাড়িতে স্বামী-স্ত্রী এবং এক সন্তান থাকতেন । যদিও এই ঘটনা ঘটার পর তাদের সন্তান পলাতক। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

