নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বংশীহারি :: সোমবার ১৪,জুলাই :: কয়েক মাসের ব্যবধানে ফের চুরি সমবায় ব্যাংকে। বংশীহারী ব্লকের বুনিয়াদপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর স্ট্যান্ডে অবস্থিত
রহিমপুর সমবায় সমিতির ব্যাংকে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হানা দিয়ে চুরি করে নিয়ে যায় গুরুত্বপূর্ণ কম্পিউটার মনিটর ও সিপিইউ। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ব্যাংকের কম্পিউটার অপারেটর জনসন বিশ্বাস
জানা গেছে, শুক্রবার বিকেলে ব্যাংক বন্ধ করে কর্মীরা তালা লাগিয়ে ঘরে ফেরেন। সোমবার সকালে প্রায় দশটা নাগাদ কর্মীরা ব্যাংকে এসে দেখেন কাঠের জানালার গ্রিল কাটা, ভিতরে খাতা-পত্র ছড়ানো ছিটানো।
টাকা রাখার সিন্দুক ভাঙার চেষ্টা করা হলেও সেটি সফল হয়নি। তবে ব্যাংকের মূল সার্ভারে ব্যবহৃত মনিটর ও সিপিইউ চুরি হয়ে গেছে।
ব্যাংকের কম্পিউটার অপারেটর জনসন বিশ্বাস বলেন, “এই কম্পিউটারে সমস্ত লোন, ফিক্সড ডিপোজিট, রেকারিং ও সেভিংস অ্যাকাউন্টের তথ্য সংরক্ষিত ছিল। ব্যাকআপ থাকলেও কতটা হালনাগাদ তা এখনই বলা সম্ভব নয়। আপাতত ব্যাংকের কাজ বিঘ্নিত হবে।”
চমকপ্রদভাবে, পাশেই থাকা প্রিন্টারটি অক্ষত অবস্থায় ছিল। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা স্পষ্টভাবে জানত কোন যন্ত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিষয়টি ষড়যন্ত্রমূলক কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ব্যাংকের ম্যানেজার মিরাজুল ইসলাম ওই সময় শিলিগুড়িতে থাকলেও ফোনে খবর পেয়ে রওনা দিয়েছেন। তিনি এসে আরও কী কী চুরি হয়েছে তা যাচাই করে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। তাদের প্রশ্ন, “একই ব্যাংকে কয়েক মাসের ব্যবধানে দু’দুবার চুরি, অথচ কোনও নিরাপত্তার ব্যবস্থা নেই কেন?” এলাকাবাসীর দাবি, অবিলম্বে ব্যাংকে সিসিটিভি ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হোক।
পুলিশ সূত্রে জানা গেছে, আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করতে তৎপরতা চলছে।