নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২১,আগস্ট :: ভূতনিতে বন্যা দুর্গতদের ওপর হামলা বুনো শুকরের,আহত তিনজন। আহত গ্রামবাসীদের চিকিৎসার জন্য পাঠানো হলো মানিকচক গ্রামীণ হাসপাতালে।উত্তেজিত স্থানীয় এলাকাবাসীদের হাতে মৃত্যু তিনটি বুনো শুকরের।
মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মানিকচকের ভূতনি উত্তরচন্ডিপুর পঞ্চায়েতের আলাদিয়া এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, ভূতনিতে গঙ্গা নদীর জলে জলমগ্ন হয়েছে আলাদিয়ার বিস্তীর্ণ এলাকা।তাই সমস্ত এলাকাবাসীর বর্তমানে বাসস্থান আলাদিয়া বাঁধের উপর। এদিন সেই বাঁধের উপরে হঠাৎ করে হামলা চালায় তিনটি বুনো শুকর, আচমকা হামলায় হুলস্থুল পরিস্থিতি তৈরি হয় এলাকাজুড়ে।
তার মধ্যেই শুকরের হামলায় গুরুতর আহত হন তিনজন এলাকাবাসী। অন্যদিকে অন্যান্য গ্রামবাসীদের হামলার হাত থেকে বাঁচাতে শুকরদের মারধর করে স্থানীয় এলাকাবাসীরা যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি শুকরের।এই ঘটনাই গুরুতর আহত হন জয়া মন্ডল( ৪২) রাম মন্ডল (৪৪) এছাড়াও আরেক এলাকাবাসী আহত হয়েছেন বলে জানা গেছে।