বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিয়া হল এদিন রাতে হলদিবাড়ি ব্লকের পোয়ামারি চামড়ার গোডাউন এলাকায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: শনিবার ১২,জুলাই :: বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিয়া হল এদিন রাতে । হলদিবাড়ি ব্লকের পোয়া মারি চামড়ার গোডাউন এলাকায় বসেছিল সেই বিয়ের আসর এলাকার

মহিলাদের উদ্যোগে দুটি ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে । তবে বিয়ে শেষে পাত পেতে চলে ভুরিভোজ তাতে এলাকার শিশুসহ পুরুষেরা অংশগ্রহণ করে । উদ্যোক্তারা জানান ব্যাঙের বিয়ে হলেই নাকি বৃষ্টি নামবে সমগ্র রাজ্যজুড়ে ।

এখন পর্যন্ত গরম বর্ষার সময় চলতে থাকলেও বৃষ্টি দেখা নেই জমিতে ধান রোপন করা সম্ভব হচ্ছে না পাট পচানোর জন্য জলাশয় নেই জল, এতে সমস্যায় কৃষকরা ২ ব্যাঙের বিয়ে দিয়েই বৃষ্টি দেবতা খুশি হয়ে বৃষ্টি নামিয়ে দেবেন সেই কারণেই ব্যাঙের বিয়ে দেওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =