নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: নিম্নচাপের ফলে টানা বৃষ্টির জেরে নদীয়া জেলার শয়ে শয়ে জমির সবজি এখন জলের তলায়। ফসল নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক দুশ্চিন্তায় সবজি চাষিরা। নদীয়া জেলা মূলত অন্যান্য জেলার পাশাপাশি চাষের জন্য একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে।
জেলায় হাজার হাজার চাষী রয়েছে যারা সবজি চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। নদিয়ার বিভিন্ন এলাকার একাধিক চাষীরা ঋন করে জমিতে বেগুন,বাধাকপি,আলু চাষ করেছিল । কিন্তু গত দুদিনের অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে প্রান্তিক চাষীরা ।