সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ৭,ডিসেম্বর :: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বাংলাতে। বুধবার রাত থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার দাপট। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি পড়ছে।
আর এই বৃষ্টির কারণে দৃশ্যমানতা অভাবে প্রভাব পড়েছে ফেরি সার্ভিসে । স্বাভাবিক তুলনায় কিছুটা হলেও দেরিতে চলছে ফেরি সার্ভিস। অসময়ে বৃষ্টির জেরে সমস্যার মুখে পড়েছে কৃষক কুল। দক্ষিণ ২৪ পরগনা নামখানা ,সাগর কাকদ্বীপ ,ডায়মন্ডহারবার সহ একাধিক এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই কৃষকদের ব্যস্ততা চোখে পড়েছে।


সারা বছর এই চাষের উপর আমাদের নির্ভর করতে হয় বৃষ্টির জেরে চাষে ব্যাপক প্রভাব পড়েছে। অসময়ের বৃষ্টির কারণে মাথায় হাত পড়েছে সবজি চাষিদেরও । বৃষ্টির কারণে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে বাংলার চাষিরা।