নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ১৬,সেপ্টেম্বর :: নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টি।
বৃষ্টির জেরে বাড়ছে ঘাটালের শিলাবতী এবং ঝুমি নদীর জল। জলের তোড়ে ভেসে গিয়েছে সবকটি বাঁশের সাঁকো ।
নৌকাতে যাতায়াত করতে হচ্ছে বলে এলাকার মানুষজন জানিয়েছেন।
বেশ কয়েকটি পয়েন্টে নদীর জল বৃদ্ধি পেয়েছে। ঘাটাল পৌরসভার নিচু ওয়ার্ড গুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি মোকাবিলা করার জন্য ডিজেস্টার ম্যানেজমেন্ট টিম প্রস্তুত আছে। জলমগ্ন হয়েছে চন্দ্রকোনার বেশ কয়েকটি গ্রাম। শিলাবতী নদীর বাঁকা পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে।এখনও চলছে মাথার ওপর বৃষ্টি।বড় বন্যার আশঙ্কাও করা হচ্ছে।