নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়ূরেশ্বর :: সোমবার ১৬,সেপ্টেম্বর :: বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল ময়ূরেশ্বর থানার অন্তর্গত কালিকাপুরের পেপে বাগান। মূলত গত শনি ও রবিবার বৃষ্টিপাতের পর আজ সকাল থেকেই একের পর এক পেঁপে গাছ ভেঙে পড়ল মাটির উপর। আর এ পেঁপে বাগান থেকেই মাসে প্রায় ৬ কুইন্টাল করে পেঁপে সাপ্লাই দেওয়া হতো কোটাসুর ও ময়ূরেশ্বর এর সবজি বাজারে।
বৃষ্টির তাণ্ডবে গাছের গোড়াতে জল জমে যাওয়ার কারণে ফলন্ত পেঁপে গাছ ভেঙে পড়ল মাটির উপর। যার ফলে কপালে হাত পড়েছে কালিকাপুরের ওই সবজি চাষীর। বহু অংকের পেঁপে গাছ নষ্ট ওই সবজি চাষীর। এবার কিভাবেই বা পেঁপের সাপ্লাই দেবে বা কিভাবে তার রুটি রুজি হবে সেটাই এখন দেখার। সোমবার বেলা বারোটা নাগাদ শেষ খবর পাওয়া অনুযায়ী জানা যায় প্রায় ৩৫ টি পেপে গাছ ভেঙে পড়ে গিয়েছে, যার ফলে প্রায় ৮ কুইন্টাল পেঁপে এক ধাক্কায় নষ্ট হতে বসেছে বলে জানা যায় ওই চাষীর কাছ থেকে।