নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর :: ভারি বর্ষণে কার্যত বিপর্যস্ত দিল্লি। মঙ্গলবার সকাল থেকেই টানা বৃষ্টিতে রাজধানীর একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
রাস্তাঘাটে জল জমে যান চলাচল প্রায় অচল। নিত্যযাত্রীদের ভোগান্তির শেষ নেই। সকাল থেকে শুরু হওয়া এই টানা বর্ষণে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। বিশেষত, আন্ডারপাসগুলির পরিস্থিতি ছিল ভয়াবহ।ইতিমধ্যেই বিমান পরিষেবাতেও এর প্রভাব পড়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে বিমান চলাচলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে জল জমে থাকা ও যানজট পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।
রাজধানীতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হলেও প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ দল ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা প্রস্তুত রয়েছেন।