নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: শনিবার ২৫,আগস্ট :: বৃষ্টির ফলে নদিয়ার কৃষ্ণগঞ্জে রাস্তা ধ্বস। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার সাধারণ মানুষের। কৃষ্ণগঞ্জ বাজিতপুর রোডে শিবনিবাস মন্দিরের কাছেই চূর্ণী নদীর ধারে রাস্তায় ধ্বস নামার ফলে আতঙ্কে সাধারণ মানুষ। মাত্র চার বছর আগেই নবনির্মিত রাস্তার উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাস্তায় এই বিপজ্জনক ধ্বস নামার ফলে ইতিমধ্যেই বাঁশের অস্থায়ী ব্যারিকেড দিয়েছে প্রশাসন। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। যান নিয়ন্ত্রণ এবং গতিবিধির উপর নজর রয়েছে পুলিশ প্রশাসনের। ইতিমধ্যেই ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
কিন্তু এত কম সময়ের মধ্যে কেন রাস্তায় ধস নেমেছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। সাধারণ মানুষের অভিযোগ, নিম্ন মানের সামগ্রী দিয়ে দ্রুততার সাথে তৈরি হয়েছিল রাস্তা, আর যার ফলে বৃষ্টিতেই এমন ধ্বস নেমেছে। যদিও বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।