নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বৃহস্পতিবার ২০,মার্চ :: বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ তবে বেলা গড়াতেই ময়ূরেশ্বর এলাকা জুড়ে নামে অসময়ের বৃষ্টিপাত। তবে বেশ কিছু আলু চাষী সকাল থেকেই আলু তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু সেই আলু তোলাই আজ তাদের কাছে হয়ে উঠল কাল।
বেলা যতো গড়িয়েছে নেমেছে ততই বৃষ্টিপাত আর যার জেরে সমস্যায় পড়েছেন আলু চাষিরা। বৃহস্পতিবার ময়ূরেশ্বরের বান্দহা গ্রামে কয়েক বিঘা জমির আলু তোলার কাজ যখন প্রায় শেষের দিক ঠিক সেই মুহূর্তে অঝোরে নামলো বৃষ্টিপাত আর সেই বৃষ্টি চিন্তার কারণ হয়ে দাঁড়ালো আলু চাষিদের কাছে।
মূলত সেই আলু প্যাকেট বন্দি করতে হুড়ো-মুড়ি লাগালেন আলু চাষিরা। শেষমেষ জমির মধ্যে বড় বড় ত্রিপল এনে সেই ত্রিপল মাথায় করে ধরে থেকে আলু গুটিয়ে বস্তা বন্দি করলেন আলু চাষিরা।