নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৫,জুন :: পাহাড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, উত্তরবঙ্গের সমতল ভর্তি এলাকাগুলিতেও ভারী বৃষ্টি চলছে। তবে এই বৃষ্টি মাথায় করে ভক্তদের ভিড় সেবক কালী মন্দিরে। গতকাল রাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে আজ সকাল থেকেও আকাশের মুখ ভার।
এদিকে সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে জল বাড়ছে। মাঝে মাঝেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তবে এইসব বিষয়কে তোয়াক্কা না করে অনেকেই মায়ের মন্দিরে পুজো দিতে আসছেন। এদিন সকালে সেবক কালী মন্দিরে সেই চিত্রই ধরা পড়ল। দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত এসে থাকেন এই কালীমন্দিরে পুজো দিতে সারা বছর ধরে।
মায়ের নিত্য পূজো চলে, এছাড়া বিশেষ বিশেষ তিথিতে ঘটা করে মায়ের পূজো করা হয়। আজও সেই চিত্র ধরা পড়ল অনেকেই এসেছেন মায়ের মন্দিরের পুজো দিতে। মন্দিরের নিচে রয়েছে বিভিন্ন ফুলের দোকান, সেইসব ফুলের দোকানের বিক্রেতারা জানান বৃষ্টি জন্য একটু ভিড় কম, তবে বিভিন্ন জায়গা থেকে আসছেন ভক্তরা মায়ের মন্দিরে পুজো দিতে।