নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তুফানগঞ্জ :: শুক্রবার ১২,সেপ্টেম্বর :: বৃহস্পতিবার কোচ রাজবংশী ছাত্র সংগঠনের ডাকা চব্বিশ ঘণ্টা বনধের প্রভাব পড়ল অসম-বাংলা সীমানায়। বন্ধের সমর্থনে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযোগকারী অসম-বাংলা জাতীয় সড়কে দফায় দফায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান প্রতিবাদকারীরা।
অশান্তি এড়াতে অসম বাংলা সীমান্তের অসম ঘেঁষা বক্সিরহাটের নাকা চেকিং পয়েন্টে মোতায়ন রয়েছে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী।অপরদিকে অসমের গোলকগঞ্জে উত্ত্যক্ত পরিস্থিতি সকাল থেকে চলে দফায় দফায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বন্ধ দোকানপাট অপ্রীতিকর ঘটনা এড়াতে অসম পুলিশের পক্ষ থেকে চলছে পুলিশি টহলদারি।
বনধের জেরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে পড়ে ৩১ সি জাতীয় সড়কে। সমস্যায় ভিন রাজ্যের লরিচালকরা। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ধুবড়ি জেলার অসম-বাংলা সীমানা ঘেঁষা গোলকগঞ্জে গতকাল সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়েছিল অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়ন।
অভিযোগ, সেই প্রতিবাদ মিছিলের উপর লাঠিচার্জ করে অসমের গোলকগঞ্জ ও গৌরীপুর থানার পুলিশ। ঘটনায় কোচ রাজবংশী জনগোষ্ঠীর প্রায় ১০০ জন আহত হন। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর অসমের ধুবড়ি জেলা জুড়ে বন্ধের ডাক দেয় কামতাপুর ছাত্র সংগঠন (আক্রসু)।