নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৩১,আগস্ট :: রাস্তার মধ্যে ভ্যাটের ময়লা উপচে পড়ছে। দিনের পর দিন পুতিগন্ধময় অবস্থা থেকে রেহাই পেতে বৃহস্পতিবার টানা অবরোধ করলেন বর্ধমানের কালনা রোডের বাসিন্দারা। এই এলাকায় গোটা বর্ধমান শহরের ময়লা ফেলা হয় ডাম্পিং গ্রাউন্ডে।
প্রায়শই সেই ময়লা উপচে পড়ে রাস্তার উপর। এলাকাবাসীর প্রাণ ওষ্ঠাগত দুর্গন্ধের ঠেলায়।এদিন দুপুরে কালনা রোড়ের ফার্মের কাছে টানা রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। তাদের দাবি; এখানে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা আছে।তবু রাস্তায় ময়লা উপচে পড়ছে।
পুরসভার কর্মী বা পুরসভার অফিসে বারবার জানিয়েও সুরাহা মেলেনি। তাই আজ রাস্তা অবরোধ করেছেন তারা।সমস্যার সমাধান না হলে বড় আন্দোলন হবে। অন্যদিকে এই রাস্তায় অবরোধ হবার জেরে দু ঘন্টার বেশি আটকে পড়ে বাসসহ যানবাহন। যাত্রীরা জানান; তারা এই আন্দোলন সমর্থন করেন।কিন্তু এভাবে সমাধান হবে কী? কতৃপক্ষের অবিলম্বে