দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ ছিল। যার ফলে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। অনলাইনের মাধ্যমে পঠন-পাঠন চালু ছিল ।
অবশেষে করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্কুল কলেজ চালু হয়েছে । বিদ্যালয় চালু হওয়ায় খুশি ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন বাদে একসঙ্গে বন্ধুদের সাথে মিলিত হতে পেরে ছাত্র ছাত্রীরা খুশি।
প্রায় দুই বছর বাদে স্কুলে আসতে পেরে তারা খুব খুশি বলে জানান এবং এর ফলে পড়াশোনা তাদের আরো ভাল হবে বলে ছাত্র-ছাত্রীরা জানান। করোনা বিধি মেনে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে প্রবেশ করার অনুমতি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যেক ছাত্র ছাত্রীর মুখে ছিল মাস্ক।
বৃহস্পতিবার বিদ্যালয় গুলিতে কম সংখ্যক ছাত্র ছাত্রী শামিল হয়েছিল এবং স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে প্রত্যেক ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে প্রবেশ করে। ছাত্র ছাত্রীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য প্রতিটি বিদ্যালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।