নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ২৭,ফেব্রুয়ারি :: বৃহস্পতিবার দুর্গাপুর শহর জুড়ে বন্ধ অটো। এদিন অটো চালকরা এদিন প্রতীকী ধর্মঘটে নামলো। অটোচালকদের দাবি, দীর্ঘ দিন ধরে অবৈধ টোটর বাড় বাড়ন্ত হচ্ছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। অবৈধ টোটোর উপর রাস টানতে কোনও পদক্ষেপ নেই প্রশাসনের।
সুজিত ব্যানার্জি নামে এক অটোচালক তথা অটোর মালিক জানান, দুর্গাপুর শহরে অটোর একটা নির্দিষ্ট রুট আছে আর সেই রুটেই অটো চালকরা তাদের নিয়ম মেনে অটো চলাচল করেন। কিন্তু ইদানিং যে হারে টোটোর সংখ্যা বেড়েছে আর তাতে সমস্যায় পড়তে হচ্ছে অটোচালকদের।
কেননা বেপরোয়া টোটো চালকরা অটোর রুট এর ওপর দিয়েই তাদের টোটো চালাচ্ছেন । এর ফলে অটল চালকদের দাবি তাদের যাত্রী সংখ্যা কমেছে। এই বিষয়ে ইতিমধ্যেই প্রশাসনের কাছে বারবার দরবার করেও কোন লাভ হয়নি।
উল্টে প্রশাসন টোটো চালক দের রেজিস্ট্রেশন নতুন করে শুরু করেছেন ফলে অতিমাত্রায় বেড়েছে টোটো সংখ্যা বলে দাবি অটোচালকদের ।
বৃহস্পতিবার দুর্গাপুর শহর জুড়ে সমস্ত জায়গায় অটো চালকরা একদিনের প্রতীকী ধর্মঘটে নেমেছেন। তারা জানান এই মধ্যে দুর্গাপুরে প্রায় আড়াই হাজার অটো রয়েছে কিন্তু ও টোটোর সংখ্যা কত আছে তা নির্দিষ্ট করছে না প্রশাসন।