নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: শনিবার ১৯,এপ্রিল :: পুলিশের বড়সড়ো সাফল্য । বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আবুঝহাটি গ্রামে এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । একই স্থানে তার স্বামীকেও গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় । স্থানীয় মানুষজন আহত ব্যক্তিকে জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ।
সেখানে নিয়ে যাওয়া হলে পরবর্তীকালে বৃদ্ধার মৃতদেহ নিয়ে যাওয়া হয় জামালপুর গ্রামীণ হাসপাতালে । মৃতের স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে জামালপুর থানার পুলিশ তদন্তে নামে এবং খুনের মামলা রুজু করে ।
পরবর্তীকালে এসডিপিও সদর সাউথ এবং জামালপুর থানা পুলিশের তৎপরতায় প্রাপ্ত টেকনিক্যাল ইনপুট, এবং স্থানীয় সূত্রের ভিত্তিতে ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই বীরভূম পুলিশের সহায়তায়, বীরভূম জেলার মল্লারপুর থানা থেকে এবং অপর একটি দল জামালপুর থানা এলাকা থেকে একজন অভিযুক্তকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদের সময় উভয় অভিযুক্তই তাদের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে। জানা গেছে ধৃতরা হলো কুবির গরাই, অমিত বাগদি অভিযুক্তদের শুক্রবার বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ।