নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৯,জানুয়ারি :: আইপ্যাক অফিস ও আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডি অভিযানের প্রতিবাদে উত্তাল বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের ডাক দেওয়ায় রাজ্যজুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভ ও অবরোধ শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, আইপ্যাকের অফিস থেকে কী কী নথি নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ইডির বিরুদ্ধে এফআইআর করার কথাও তিনি উল্লেখ করেন।
বিজেপিকে ‘ডাকাতের দল’ বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজনৈতিকভাবে লড়াই করার সাহস নেই বলেই ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে”।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই বৃহস্পতিবার বিকেল চারটে থেকে গোটা রাজ্যে ব্লক, অঞ্চল ও ওয়ার্ড স্তরে ইডির তল্লাশির প্রতিবাদে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস। বাদ যায়নি পূর্ব বর্ধমান জেলাও। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের প্রথম সারিতে পা মেলান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সহ জেলা নেতৃত্ব ও অসংখ্য কর্মী-সমর্থক। ইডির অভিযানকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিযোগ তুলে বিক্ষোভকারীরা কেন্দ্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
এদিন জেলা যুব সভাপতি রাসবিহারী হালদারের নেতৃত্বে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় বর্ধমানের তেলিপুকুর এলাকায়।

