নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: শুক্রবার ১৩,সেপ্টেম্বর :: আর জি কর ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবিতে বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক শহর তমলুকেও একাধিকবার মিছিল হয়েছে সাধারণ মানুষের উদ্যোগে, উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার মানুষজন।
ঘটনার ৩৬ দিন কেটে গেলও এখনো সঠিক বিচার পায়নি তিলোত্তমার পরিবার। তাই বৃহস্পতিবার রাতে তমলুকের নিমতলা মোড়ে মশাল হাতে মিছিলে বেরোলেন তমলুকের সাধারণ মানুষেরা। মিছিল শুরু হয় হলদিয়া মেছেদা রাজ্য সড়কের তমলুকের নিমতলা মোড়ে এবং মিছিল শেষ হয় তমলুকের হাসপাতাল মোড়ে। এদিনের মিছিল থেকেও দ্রুত বিচারের জন্য স্লোগান দেন সাধারণ মানুষেরা।