বৃহস্পতিবার রাতে বাঘের হামলায় জখম হলো এক যুবক। আহত ওই যুবকের নাম রাহুল হালদার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: শুক্রবার ২০,ডিসেম্বর :: দীর্ঘ সময় কেটে গেলেও কাটলো না মানুষের মধ্যে আতঙ্ক । বৃহস্পতিবার রাতে বাঘের হামলায় জখম হলো এক যুবক। আহত ওই যুবকের নাম রাহুল হালদার। কুলতলির মইপিট কোস্টাল থানা এলাকার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে নদীর পাড়ে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় অতর্কিতভাবে পিছন দিক থেকে ওই যুবককে আক্রমণ করে বাঘ। অন্ধকারে প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীকালে ওই যুবক দেখতে পায় তার পিঠ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। অঝরে ঝরে পড়ছে রক্ত। এরপর ওই যুবক পরিবারের সদস্যদের কাছে সমস্ত ঘটনা খুলে বলায় এলাকাবাসীদের তড়িঘড়ি জানায় ওই যুবকের পরিবারের সদস্যরা।

এরপর জখম ওই যুবককে নিয়ে আসা হয় জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে। গতকাল কুলতলির মইপীঠ উপকূল এলাকায় ভুবনেশ্বরী অঞ্চলের পূর্ব দেবীপুর এলাকায় নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসীরা আর এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছিল গোটা এলাকা।

বনদপ্তর এর পক্ষ থেকে দিনভর জঙ্গলে বাঘটিকে পুনরায় জঙ্গলে ফেরানোর জন্য শব্দবাজি ফাটিয়ে এবং মশাল জ্বালিয়ে তল্লাশি করার পরও আজকের এই হামলার পর এলাকাবাসীদের দাবি সেই বাঘ এখনো জঙ্গলে ফেরেনি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা গ্রাম।

এলাকায় বাঘের আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছে গোটা এলাকায় গ্রামবাসীরা। বনদপ্তর সূত্রে জানানো গিয়েছে, বনকর্মীরা, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং এলাকাবাসীদের সতর্ক করার কাজ চালানো হচ্ছে মাইকিং করে এলাকাবাসীদের সতর্কিত করা হচ্ছে। পাশাপাশি বাঘটির পায়ের ছাপ অনুসরণ করে বাঘের গতি প্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে। বাঘকে পুনরায় জঙ্গলে পাঠানোর জন্য বনদপ্তরের কর্মীরা একাধিক ব্যবস্থা নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 6 =