নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ৭,সেপ্টেম্বর :: বৃহস্পতিবার সকাল আটটা থেকে জন্মাষ্টমী উপলক্ষে কাঁকসার আমলাজোড়া গ্রামে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন কাঁকসার আমলা জোড়া গ্রামের প্রপোন্নাশ্রম মঠ থেকে শুরু হয় শোভাযাত্রা। আমলা জোড়া গ্রামের বিভিন্ন প্রান্ত ঘুরে পুনরায় মঠে এসে শেষ হয় শোভাযাত্রা।
এদিন শোভাযাত্রায় এলাকার মানুষের পাশাপাশি মঠের সদস্যরা শোভাযাত্রায় যোগ দেন।
মঠের ভক্তরা জানিয়েছেন প্রতি বছরের ন্যায় এ বছরও গৌড়ীয় মিশনের আদি শাখা আমলাজোড়া গ্রামের প্রপোন্নাশ্রম মঠে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নগর সংকীর্তনে বের হয় ভক্তরা। শতাধিক মানুষ এই নগর সংকীর্তনে অংশ নেন।
সারাদিনব্যাপী চলে মঠে ধর্মীয় অনুষ্ঠান। পাশাপাশি আজকের দিনে মাঠে পূজোর শেষে ভক্তদের মধ্যে ভোগ বিতরণের পাশাপাশি কয়েক হাজার মানুষের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়।