নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শুক্রবার ২৮,মার্চ :: বেআইনিভাবে কাটা হচ্ছে মাটি,অভিযানে ঘাটাল মহকুমাশাসক। ঘাটালের মারিচ্যা এলাকায় বেশ কিছুদিন ধরে মাটি কাটা হচ্ছে। যে চালান কাটা হয়েছে তার থেকে অনেক বেশি মাটি কেটে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছে।খবর পেয়ে ঘটনাস্থলে যান ঘাটাল মহকুমাশক সুমন বিশ্বাস।
তিনি বলেন গাড়িগুলি আটকানো হয়েছে। ১৩০০ টাকা চালান কেটে বেশি ট্রাক্টর চালানো হচ্ছিল।গাড়ির কাগজ ঠিক আছে কি না চেক করা হচ্ছে।যে পরিমান মাটি নিয়ে যাওয়া হচ্ছে সেই পরিমান চালান কাটতে হবে বা পেনাল্টি ভরতে হবে নাহলে গাড়ি সিজ করা হবে বলে বলেন মহকুমাশাসক।
ঘাটাল এসডিএলআরও সৌমিত্র সামন্ত বলেন রায়ত সম্পত্তি কাটা হচ্ছে কিন্তু রাজস্ব দেওয়া হয়নি।দুটি পদ্ধতি রয়েছে পেনাল্টি ভরে সমস্যা মিটে গেলে ভাল নাহলে এফআইআর করা হবে।