নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ২৮,মার্চ :: একদিকে চালান নেই অন্যদিকে অতিরিক্ত বালি বোঝাই করে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করলো মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।ভূমি ও ভূমি রাজস্ব দফতর সূত্রে জানা গেছে আজ সকাল ৮টা নাগাদ কাঁকসার বিরুডিহা বাস স্টান্ডের কাছ থেকে ওই ট্রাক্টর টিকে আটক করা হয়।
জানা গিয়েছে এদিন অভিযানে নেমে জাতীয় সড়কের উপর বিরুডিহা বাস স্টান্ডের কাছে বালি বোঝাই ওই ট্রাক্টর টিকে দাঁড় করিয়ে চালকের কাছে বৈধ কাগজ দেখতে চাইলে চালক বৈধ কাগজ দেখাতে না পারায় ট্রাক্টর টিকে আটক করে কাঁকসা থানার পুলিশের অধীনে সেফ কাস্টডিতে রাখা হয়।
জানা গিয়েছে ওই ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মোটা অংকের জরিমানা ধার্য করা হতে পারে। যদিও এই ঘটনায় চালককে আটক করা হয় নি। পাশাপাশি বেআইনিভাবে বালি পাচার রুখতে আগামী দিনেও লাগাতার অভিযান চলবে বলে ভূমি ও ভূমি রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছে।