নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২৬ শে মার্চ :: প্রশাসনের নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার ভরাট চলছিল পুকুরের । মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছিলেন গ্রামবাসীরা। অবশেষে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়েই বেআইনি পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দিলেন পুরাতন মালদার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সুব্রত চ্যাটার্জী।
এমনকি সংশ্লিষ্ট এলাকার পুকুরের পুরনো অবস্থায় ফিরিয়ে আনার জন্য কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। যদিও এই বেআইনি পুকুর ভরাটের অভিযান চালানোর সময় যারা কাজ করছিলেন এবং পুকুরের প্রকৃত মালিককে পাওয়া যায় নি। ফলে আপাতত নির্দিষ্ট ধারায়ই মামলার রুজু করে ওই পুকুর ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
এই বেআইনি কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে অভিযানকারী প্রশাসনের কর্তারা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের অজয়নগর রামপাড়া গ্রামে। প্রশাসনের এই অভিযানে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় গ্রামবাসীরা।