নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: শনিবার ৩,ফেব্রুয়ারি :: বেআইনি ভাবে গাছ কেটে পাচার করার পাশাপাশি পুকুর ভরাটের অভিযোগ উঠলো পানাগড় বাজারের একটি বহুতল আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য আনন্দ কুমার জানিয়েছেন তারা খবর পেয়ে ছুটে এসে দেখেন ওই আবাসনের ভিতরে যে সমস্ত গাছ ছিলো সেগুলি কেটে পাচার করা হচ্ছিলো।
এছাড়াও তারা দেখেন অল্প অল্প করে মাটি নিয়ে ওই আবাসনের পাশের পুকুরে ফেলে ওই পুকুরটি মাটি ফেলে ভরাট করার পরিকল্পনা করেছে ওই আবাসন কর্তৃপক্ষ। খবর পেয়ে তারা ওই আবাসনের সামনে পৌঁছে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা।
তিনি জানিয়েছেন তারা খবর পেয়ে এসে গাছ পাচার রুখেছেন। পাশাপাশি এই বিষয়ে বন দফতরকেও তারা খবর দিয়েছেন।পুকুর ভরাটের যে চক্রান্ত চলছে তা কোনো ভাবেই তারা করতে দেবেন না। তার অভিযোগ শাসক দলের লোকেরাই মদত দিয়ে এই কাজ করাচ্ছে। যদিও শাসক দলের পক্ষ থেকে এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে চান নি।