বেঙ্গল সাফারি পার্কে এবার থেকে দেখা মিলবে ক্যাঙ্গারুর !

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::শিলিগুড়ি :: এবার থেকে বেঙ্গল সাফারি পার্কে অন্যান্য প্রাণীদের সাথে দেখা মিলবে ক্যাঙ্গারুর। এতদিন পর্যন্ত পর্যটকরা বেঙ্গল সাফারি পার্কে গিয়ে দেখতে পেতেন রয়েল বেঙ্গল টাইগার, হাতি, সহ বিভিন্ন প্রাণীর। এবার থেকে নতুন সংযোজন দুটি ক্যাঙ্গারুর দেখা মিলবে বেঙ্গল সাফারি পার্কে।

এপ্রিলের শুরুতে গজলডোবা এবং ফারাবারির থেকে মোট তিনটি ক্যাঙ্গারু উদ্ধার করা হয়। ক্যাঙ্গারু গুলিকে নিয়ে আসা হয় বেঙ্গল সাফারি পার্কে। বনদপ্তর আধিকারিকদের অনুমান ছিল পাচারের উদ্দেশ্যে ক্যাঙ্গারুর গুলোকে নিয়ে আসা হয়েছিল, পাচারের পরিকল্পনা ভেস্তে যাওয়ার কারণে ক্যাঙ্গারু গুলোকে রেখে পালিয়ে যায় পাচারকারীরা।

সবচেয়ে দুর্বল ক্যাঙ্গারুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর দুটি ক্যাঙ্গারুকে আপ্রাণ চেষ্টা করা হয় সুস্থ করে তোলার । রীতিমতো স্যালাইন দেওয়া হয় তাদের। পরিবেশের সাথে মানিয়ে রাখবার জন্য সবুজ কাপড় দিয়ে আবৃত করা হয়েছিল তাদের এতদিন। তবে বেঙ্গল সাফারি পার্ক থেকে জানানো হয়েছে ক্যাঙ্গারু গুলি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে, তাদের গা থেকে সবুজ কাপড় সরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =