নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেঙ্গালুরু :: বৃহস্পতিবার ২৩,অক্টোবর :: বেঙ্গালুরুর এক ফ্ল্যাটে বাংলার তরুণীকে গণধর্ষণ ও লুটপাটের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ওই তরুণী কিছুদিন আগে চাকরির উদ্দেশ্যে বেঙ্গালুরুতে এসেছিলেন।
মঙ্গলবার গভীর রাতে তাঁর ভাড়া করা ফ্ল্যাটে জোর করে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী। তাঁকে মারধর করে গণধর্ষণ করা হয় এবং ঘরের নগদ অর্থ, মোবাইল ফোন ও গয়না লুট করে নেয় অভিযুক্তরা।
ভয়াবহ ঘটনার পর তরুণী স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বুধবার ভোরে তিন অভিযুক্তকে গ্রেফতার করে।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার জানিয়েছেন, “অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, লুটপাট, ও অবৈধ অনুপ্রবেশের ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুতর, দ্রুত চার্জশিট দাখিলের ব্যবস্থা করা হচ্ছে।”
এই ঘটনার পর শহরে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহিলা সংগঠন দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।