বেটিং চক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার কর্নাটক এর কংগ্রেস বিধায়ক – বাজেয়াপ্ত কোটি কোটি টাকা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শনিবার ২৩,আগস্ট :: Enforcement Directorate (ED) আজ (২৩ আগস্ট ২০২৫) জানিয়েছে যে, কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কে সি বিরেন্দ্র পাপি কে গ্যাংটকে (সিকিম) গ্রেপ্তার করা হয়েছে — অভিযোগ, তিনি এক বৃহৎ অনলাইন ও অফলাইন বেআইনি বেটিং র‌্যাকেট পরিচালনা করছিলেন ।

আগের দিন (২২ আগস্ট), ED ৬টি শহরে ৩০টি স্থানে রাজ্য বিস্তৃত অভিযান করেছে। এই তল্লাশির সময় তিনি ও তার সঙ্গে যুক্ত ব্যবসায়িক স্থানের পাশাপাশি গোয়া ও চিত্রদুর্গায় তার ক্যাসিনোগুলোও টার্গেটে ছিল ।

বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ নগদ অর্থ*: প্রায় ₹১২ কোটি, যার মধ্যে প্রায় ₹১ কোটি বিদেশি  মুদ্রা । স্বর্ণালংকার*: প্রায় ₹৬ কোটি মূল্যের । * রূপা*: প্রায় ১০ কেজি ।

ভাড়ায় নেওয়া/বৈদ্যুতিক যানবাহন: ৪টি বিলাসবহুল গাড়ি (বাজারমুখী লেখা অনুযায়ী) । আন্তর্জাতিক ক্যাসিনো সদস্যপত্র: MGM, Metropolitan, Bellagio, Marina, Casino Jewel ইত্যাদির কার্ড ।

অভিযানটি ২২–২৩ আগস্ট রাষ্ট্রব্যাপী ছিল। ফোকাস ছিল অনলাইন ও অফলাইন বেআইনি বেটিং প্ল্যাটফর্ম, যেগুলোর মধ্যে King567, Raja567, Puppy’s003 ও Rathna Gaming অন্তর্ভুক্ত ।

মদদদাতা বা সহযোগিদের মধ্যে বিধায়কের ভাই কে সি থিপেস্বামী । উল্লেখ রয়েছে, যিনি দুবাই থেকে চালনা করা বিভিন্ন সংস্থার মাধ্যমে কল সেন্টার ও গেমিং অপারেশনে যুক্ত যেমন—Diamond Softech, TRS Technologies, Prime9 Technologies ।

হোটেল সদস্যপত্র ও ব্যাংক কার্ড: Taj, Hyatt, The Leela-র মতো বিলাসবহুল হোটেল—এছাড়া বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ।

তাঁকে গ্যাংটকে গ্রেপ্তার করার পর স্থানীয় আদালতে পেশ করা হয় এবং বেঙ্গালুরু চিহ্নিত আদালতে তার ট্রানজিট রিমান্ড পাওয়া গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =