নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: বেড়াতে গিয়ে গুজরাটের সুরেন্দ্র নগরে ৫ বাঙালি পর্যটকের মৃত্যু। তার মধ্যে আসানসোলের কোর্ট মোড়ের বাসিন্দা গৃহবধূ শুক্লা চট্টোপাধ্যায় (৫৬) আছেন।
তার স্বামী ইসিএলের প্রাক্তন আধিকারিক মানবেন্দ্র চট্টোপাধ্যায় আশঙ্কাজনক অবস্থায় গুজরাটের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।
এই ঘটনায় তাদের আত্মীয় পূর্ব বর্ধমানের বাসিন্দা আরও ৪ পর্যটক মারা গিয়েছেন। জানা গেছে ৯ জনের পর্যটক দল পুর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান থেকে গিয়েছিল বেড়াতে।
গুজরাটের গির জঙ্গল দেখতে যাওয়ার সময় আমেদাবাদ গুজরাট জাতীয় সড়কে লিম্বডি তালুকের কাছে ডাম্পারের পিছনে ধাক্কা মারে পর্যটকদের গাড়িটি। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আসানসোলে শুক্লা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় কোর্ট মোড় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া