কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৭,নভেম্বর :: বেড়াভাঙ্গা কে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হয়।জখম হয় এক ব্যক্তি।জানা গিয়েছে জখম ওই ব্যক্তির নাম সোহারাব হোসেন,বয়স ৩৪ বাড়ি গাজোল মনহরপাড়া এলাকায়।জানা গিয়েছে তাদের বেড়া ছিলো সেই বেড়াটি ট্রাক্টর গাড়ি নিয়ে এসে ভেঙে ফেলে দেয়।
বাড়ির মালিক সেই বিষয়ে প্রতিবাদ করতে গেলে এরপরে বাসের লাঠি দিয়ে ও ঘুসি মেরে গুরুতর জখম করে দেওয়ার অভিযোগ উঠে। গাজোল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসা হয়।গাজোল থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করা হয়।