বেতনের দাবিতে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা বিক্ষোভে সামিল – পুরপ্রশাসকের আশ্বাসে প্রায় ৩ঘন্টা পরে উঠলো সাফাই কর্মীদের বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ২০শে, মার্চ :: সোমবার সকাল ৮টা নাগাদ বেতনের দাবিতে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা বিক্ষোভে নামে। সোমবার সকাল থেকেই দুর্গাপুর নগর নিগমের ৪৫৮ জন সাফাই কর্মী বকেয়া বেতনের দাবিতে নগর নিগমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।

সাফাই কর্মীদের অভিযোগ জানুয়ারি মাস থেকে তারা বেতন পাচ্ছেন না। বেতন না পাওয়ায় সংসার চালানোর দায় হয়ে পড়েছে তাদের। সাফাই কর্মীদের বিক্ষোভের জেরে উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। তাদের অভিযোগ আগে যে ঠিকাদার ছিল সে সময় মতো বেতন দিত, কিন্তু নতুন ঠিকাদার আসার পর বেতনে অনিয়মিত হয়েছে।

সাবান, ডাস্টার ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রীও তারা সময় মত পাচ্ছেন না। পরে দুর্গাপুর পৌরসভার পৌর প্রশাসক অনিন্দিতা মুখার্জি তাদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে বিক্ষোভ উঠিয়ে নেয় সাফাই কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − four =