সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১২,মে :: শিলিগুড়ির এনবিএসটিসি (উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা) ডিপোতে বিক্ষোভ প্রদর্শন একাধিক কর্মীর। বেতনের বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন একাধিক কর্মী।
কর্মীদের অভিযোগ অনেকদিন যাবত তাঁদের বেতন বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি, এমনকি সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হলেও বাস্তবে তার প্রয়োগ হয়নি। একই সাথে, তাঁদের অভিযোগ—চালকদের জন্য নির্ধারিত বেতন কাঠামোর অনুমোদন না মেলার কারণে তাঁদের আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে।
এরকম অবস্থায় কর্মচারীরা কর্তৃপক্ষের কাছে দ্রুত দাবি পূরণের আবেদন জানান। এই কর্মসূচির কারণে বাস পরিষেবা আংশিকভাবে ব্যাহত হয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ থাকে সে কারণে স্থানীয় প্রশাসন তৎপর ছিল। কর্মীদের হুঁশিয়ারি—দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।