নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ২৫,জানুয়ারি :: বেতন বৃদ্ধির দাবি সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ন’টা থেকে আন্দোলনে নামলো কয়েকশো শ্রমিক। পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারি সার কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের শ্রমিকরা, এদিন কারখানার গেটের সামনে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখান।
বিক্ষোভের শামিল হন বেসরকারি সার কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের কন্টাকটার ওয়ার্কার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ কোনার ও তৃণমূল শ্রমিক সংগঠনের কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি বিদেশ চ্যাটার্জি সহ সংগঠনের কর্মী সমর্থকরা।
ইন্দ্রজিৎ কোনার জানিয়েছেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং কারখানা কর্তৃপক্ষকে তাদের দাবি জানালেও কারখানা কর্তৃপক্ষ কোনরকম ভুরুক্ষেপ করছে না বলে তার অভিযোগ।
কারখানা কর্তৃপক্ষকে অবগত করতে এবং শ্রমিকদের একজোট করতে এদিন তারা পথসভা করেন ও শ্রমিকদের আগামী ২৯ তারিখ যে বৈঠক হবে সেই বিষয়ে অবগত করানো হয়